The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

সোমবার, ১৬ জুন ২০২৫

আপডেট: সোমবার, ১৬ জুন ২০২৫

বিপুল পরিমাণ বিস্ফোরক-ড্রোনের সরঞ্জামসহ ২ গুপ্তচরকে আটক করল ইরান

বিপুল পরিমাণ বিস্ফোরক-ড্রোনের সরঞ্জামসহ ২ গুপ্তচরকে আটক করল ইরান

ইরানের  তেহরানে অভিযান চালিয়ে ২০০ কেজি বিস্ফোরক, ২৩টি ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই গুপ্তচরকে আটক করা হয়েছে।

রোববার (১৬ জুন) তেহরানের ফাশাফুয়েহ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি বলেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় মোসাদের ওই দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে ২০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়েছে।

এদিকে, গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে দোষী সাব্যস্ত হওয়া ইসমাইল ফেকরি নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

এর আগে, রোববার তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশের সাভোজবোলাগ কাউন্টি থেকে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.