The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইউক্রেনের পুরো একটি গ্রাম নিজেদের দখলে নিলো রাশিয়া

ইউক্রেনের পুরো একটি গ্রাম নিজেদের দখলে নিলো রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলের ইয়ালতা গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। খবর আনাদোলু এজেন্সি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘ভোস্তক’ (পূর্ব) বাহিনীর পরিচালিত সামরিক অভিযানের মাধ্যমে ইয়ালতা গ্রামটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে।

এ ছাড়া ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ড্রোন উৎপাদন ও সংযোজন কেন্দ্র, একটি তেল ডিপো এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ‘গোষ্ঠী হামলা’ চালানো হয়েছে।

রাশিয়ার দাবি, এই হামলায় ইউক্রেনের এস-৩০০পিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার, পি-১৮ রাডার এবং একটি কমান্ড ভেহিকল ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সাতটি মার্কিন-নির্মিত জেডিডিএএম গাইডেড বোমা এবং ৩৩৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.