The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১৪ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ১৪ জুলাই ২০২৫

এবার ভারতকে কড়া বার্তা দিল চীন

এবার ভারতকে কড়া বার্তা দিল চীন

দালাইলামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারত থেকে আসা মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তিব্বত বিষয়ে সিদ্ধান্ত চীনের একান্ত অভ্যন্তরীণ বিষয়, এতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই বলে জানিয়েছেন চীনা দূতাবাসের মুখপাত্র ইউ ঝিং।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে একথা জানান তিনি।

চীনা দূতাবাসের মুখপাত্র ইউ ঝিং লিখেন, ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাইলামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে, তা সম্পূর্ণ অনভিপ্রেত।

তিনি ভারতের পররাষ্ট্র নীতিনির্ধারকদের আরও ‘সংবেদনশীল’ হওয়ার আহ্বান জানান এবং  চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না বলে সতর্ক করেন।

এর আগে, তিব্বতের নির্বাসিত ধর্মগুরু ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, পরবর্তী দালাইলামা কে হবেন, তা নির্ধারণ করবেন শুধু তিব্বতী বৌদ্ধরাই—চীনের এতে কোনো ভূমিকা নেই।

বর্তমানে প্রায় ৭০ হাজার তিব্বতী শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন, যেখানে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয়।

অনেক বিশ্লেষকের মতে, দালাইলামার উপস্থিতি ভারতকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত সুবিধা দেয়। 

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ধর্ম বা বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.