The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

গাজায় ‘ইসরায়েলি’ আগ্রাসন: ওআইসির পদক্ষেপ চায় বাংলাদেশ-ইরান

গাজায় ‘ইসরায়েলি’ আগ্রাসন: ওআইসির পদক্ষেপ চায় বাংলাদেশ-ইরান

দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘ইসরায়েলি’ আগ্রাসনের কথা। এক্ষেত্রে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ও ইসলামি দেশগুলোর প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) টেলিফোনে তারা এই আলোচনা করেন। বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘ইসরায়েলি’ দখলদার বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান, বিশেষ করে, ফিলিস্তিনি জনগণের পানি ও খাদ্যে প্রবেশাধিকার বন্ধ করার বিষয়টি উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি ওআইসির জরুরি বৈঠক আহ্বানের প্রয়োজনীয়তা এবং অন্যান্য আন্তর্জাতিক কার্যক্রম সক্রিয় করার কথা বলেন।

আরাগচি আরও বলেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা ‘ইসরায়েলি’ দখলদার শাসনের আরেকটি অপরাধমূলক কৌশল, যা ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।

তিনি গাজায় চলমান গণহত্যা রোধে ইসলামি দেশগুলোর দৃঢ় ও সমন্বিত পদক্ষেপ এবং নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের কাছে জরুরি সহায়তা পৌঁছানোর আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও ‘ইসরায়েলি’ বাহিনীর অপরাধের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের পক্ষে কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার এখনই সময়। তিনি ওআইসিসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামগুলোর মাধ্যমে ফিলিস্তিনিদের সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিপক্ষীয় আলোচনায় উভয়পক্ষই দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য রাষ্ট্রপ্রধানদের অভিন্ন অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.