The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়ার তেল কিনছে না ভারত

ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়ার তেল কিনছে না ভারত

ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো গত এক সপ্তাহ ধরে রাশিয়ার তেল কেনা বন্ধ রেখেছে। জানা গেছে, চলতি মাসে রাশিয়ার তেলের ওপর মূল্যছাড় কমে যাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত বর্তমানে সমুদ্রপথে আসা রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।

রয়টার্স বলছে, ভারতীয় তেল করপোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল) এবং ম্যানগালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড (এমআরপিএল) সপ্তাহখানেক রাশিয়ান তেলের জন্য কোনো নতুন চাহিদার প্রস্তাব দেয়নি।

এ সংস্থাগুলোর পক্ষ থেকে এবং ভারতের কেন্দ্রীয় তেল-সংক্রান্ত মন্ত্রণালয় থেকেও রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

জানা গেছে, সাধারণত এসব শোধনাগার রাশিয়ার তেল ‘ডেলিভারি বেসিসে’ কেনে, তবে বর্তমানে তারা মধ্যপ্রাচ্য ও পশ্চিম আফ্রিকার স্পট মার্কেট থেকেও তেল সংগ্রহ করছে। এর মধ্যে আবুধাবির মুরবান অয়েল উল্লেখযোগ্য।

যদিও ভারতীয় বেসরকারি রিফাইনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নয়ারা এনার্জি রাশিয়ার তেলের বড় ক্রেতা হিসেবে রয়েছে, তবে রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলো ভারতের মোট ৫ দশমিক ২ মিলিয়ন ব্যারেল দৈনিক পরিশোধন ক্ষমতার ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য, ১৪ জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি না হলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.