The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

ওষুধে ২৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ওষুধে ২৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের ওপর ২৫০ শতাংশ পর্যন্ত শুল্প আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক বছর বা তারও বেশি সময় পর এই হার বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এক থেকে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে ওষুধ আমদানিতে শুল্ক ১৫০ শতাংশে যাবে। তারপরে এটি ২৫০ শতাংশে পৌঁছাবে। কারণ আমরা আমাদের দেশে তৈরি ওষুধ চাই।’

তবে ওষুধের ওপর প্রাথমিক শুল্ক হার কি হবে, তা জানাননি তিনি।

ট্রাম্প গত সপ্তাহে ১৭টি ওষুধ প্রস্তুতকারককে চিঠি পাঠিয়ে ২৯ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিছু ওষুধ কোম্পানি জানিয়েছে, তারা চিঠিগুলো পর্যালোচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ‘আগামী সপ্তাহে বা তার কাছাকাছি সময়ে’ সেমিকন্ডাক্টর এবং চিপসের ওপর শুল্ক আরোপের ঘোষণা করবেন বলেও জানান। তবে এ ব্যাপারেও বিস্তারিত কিছু না বলেননি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.