The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

লন্ডনে ‘ফিলিস্তিন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ করায় গ্রেপ্তার ৪৬৬ জন

লন্ডনে ‘ফিলিস্তিন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ করায় গ্রেপ্তার ৪৬৬ জন

যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ফিলিস্তিন অ্যাকশন’-এর সমর্থনে মধ্য লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভে ১৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, ব্যস্ত সপ্তাহান্তের বিক্ষোভ মোকাবেলায় অন্যান্য বাহিনীর সহায়তায় ইংল্যান্ডের রাজধানী লন্ডনে উল্লেখযোগ্য পুলিশি উপস্থিতি গড়ে তোলা হয়।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ডিফেন্ড আওয়ার জুরিজ নামের প্রচারণা গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভে শত শত মানুষ পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়। সেখানে নিষিদ্ধ গোষ্ঠীর নাম লেখা প্ল্যাকার্ডও দেখা যায়, যদিও পুলিশ আগেই সতর্ক করেছিল।

২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের অধীনে ‘ফিলিস্তিন অ্যাকশন’-এর সদস্যপদ গ্রহণ বা সমর্থন করা ফৌজদারি অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।

স্বরাষ্ট্র দপ্তর জানায়, এ নিষেধাজ্ঞা ফিলিস্তিন ইস্যু বা ফিলিস্তিনি অধিকারের শান্তিপূর্ণ প্রতিবাদের স্বাধীনতাকে প্রভাবিত করে না, বরং এটি কেবল ওই নির্দিষ্ট সংগঠনের জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলসে এই সংগঠনকে সমর্থনের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করা হয়। তারা হলেন জেরেমি শিপ্পাম (৭১), জুডিট মারে (৭১) এবং ফিওনা ম্যাকলিন (৫৩)। তাদের বিরুদ্ধে অভিযোগ, পূর্ববর্তী এক বিক্ষোভে তারা জনসমক্ষে এমন সামগ্রী প্রদর্শন করেছিলেন, যা নিষিদ্ধ সংগঠন সমর্থনের সন্দেহ তৈরি করে।

মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে অ্যাডেলেকান সতর্ক করে বলেন, ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে সমর্থন জানালে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে, যা ভ্রমণ, কর্মসংস্থান ও আর্থিক জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

আগামী দিনগুলোতে মধ্য লন্ডনে আরও দুটি আলাদা বিক্ষোভ হওয়ার কথা রয়েছে, প্যালেস্টাইন কোয়ালিশনের উদ্যোগে রাসেল স্কয়ার থেকে হোয়াইটহল পর্যন্ত মিছিল এবং ইসরায়েলপন্থী গ্রুপ ‘স্টপ দ্য হেট’-এর সমাবেশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.