The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

ডাকাত দলের উৎপাতে অতিষ্ট হয়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা হাইতিতে

ডাকাত দলের উৎপাতে অতিষ্ট হয়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা হাইতিতে

সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের মাঝে হাইতিতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার বিবৃতিতে ‘জরুরি অবস্থা চলাকালীন ডাকাত দলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’ বলে জানিয়েছেন দেশটির সরকার। জরুরি অবস্থা ঘোষিত এলাকাগুলো দেশটির ধানভান্ডার হিসেবে পরিচিত।

নিরাপত্তাহীনতা হাইতির জনজীবনের পাশাপাশি নানা ক্ষেত্রে স্থবিরতা নিয়ে আসছে। ডাকাত দলের সাথে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক দলের দ্বন্দ্ব দেশটিকে সবসময় অস্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছে। ২০২১ সালে দেশটির প্রেসিডেন্ট জুভেনাল মইসি আততায়ীর দ্বারা নিহত হওয়ার পর, দেশটিতে নেতৃত্বের শূণ্যতা তৈরি হওয়ায় নাটকীয়ভাবে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যাচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে, সহিংসতায় দেশটিতে কমপক্ষে ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মতে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশটিতে সহিংসতায় কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছে। ডাকাত দলের উপদ্রব কমাতে দেশটিতে জাতিসংঘের সহায়তায় কেনিয়া পুলিশের একটি দল নিয়োজিত থাকলেও পরিস্থিতির কোন উন্নতি হয় নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.