The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ‘নিখোঁজ’ থাকার অভিযোগ

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ‘নিখোঁজ’ থাকার অভিযোগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও ত্রিশুরের সাংসদ সুরেশ গোপীর বিরুদ্ধে কংগ্রেসের দায়ের করা অভিযোগের পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ‘নিখোঁজ’ থাকার অভিযোগ তুলেছে বিজেপি।

সোমবার (১১ আগস্ট) ওয়ানাড় জেলা পুলিশ প্রধানের কাছে এই অভিযোগ জমা দিয়েছেন বিজেপি এসটি মোর্চার রাজ্য সভাপতি মুকুন্দন পালিয়ারা।

অভিযোগে বলা হয়েছে, গত তিন মাস ধরে প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাড়ে নেই। বিশেষ করে চুরলমালায় সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময়, যেখানে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন, সেখানকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাকে দেখা যায়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ‘ওয়ানাড়ে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করলেও, তাদের সমস্যা সমাধানে সাংসদের কোনও ধরনের উপস্থিতি বা কার্যক্রম দেখা যায়নি।’ অভিযোগপত্রে পুলিশ প্রধানকে অনুরোধ করা হয়েছে, ‘নিখোঁজ সাংসদকে’ খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

এই ঘটনা ঘটেছে ঠিক তখনই, যখন কংগ্রেসের ছাত্র সংগঠন কেরালা স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) ত্রিশুর পূর্ব থানায় কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ সুরেশ গোপীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দায়ের করেছে।

কেএসইউর অভিযোগ, ছত্তিশগড়ে মালায়ালি সন্ন্যাসীদের বিতর্কিত গ্রেপ্তারের পর থেকে, যেটিকে সুরেশ গোপী প্রকাশ্যে ‘বানোয়াট’ বলে সমালোচনা করেছিলেন, তিনি তার নির্বাচনী এলাকা থেকে সম্পূর্ণ অনুপস্থিত রয়েছেন।

কেরালা স্টুডেন্টস ইউনিয়নের জেলা সভাপতি গোকুল গুরুভায়ুর বলেন, ‘গত দুই মাস ধরে সাংসদ ত্রিশুরের কোনও অনুষ্ঠানেই অংশ নেননি। এমনকি মেয়র ও রাজস্বমন্ত্রীও তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন।’

কেএসইউর পক্ষ থেকে আরও বলা হয়েছে, সুরেশ গোপীর কার্যালয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বর্তমান অবস্থান বা তিনি কবে ফিরবেন— এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.