The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

মেয়াদোত্তীর্ণ খাবারে নতুন স্টিকার, ধরা পড়ায় ১৬’ শ আউটলেট বন্ধ

মেয়াদোত্তীর্ণ খাবারে নতুন স্টিকার, ধরা পড়ায় ১৬’ শ আউটলেট বন্ধ

মেয়াদোত্তীর্ণ খাবারে নতুন করে স্টিকার লাগিয়ে বিক্রি করার ঘটনা প্রকাশ পাওয়ায় জাপানের জনপ্রিয় কনভেনিয়েন্স চেইন ‘মিনিস্টপ’ তাদের ১৬ শত শাখা বন্ধ করে দিয়েছে। সংস্থাটির অন্তত ২৩টি শাখায় কর্মীদের বিরুদ্ধে খাবারের লেবেল লাগাতে দেরি করেছেন বলে অভিযোগ উঠেছে। কখনো কখনো এই দেরি দুই ঘণ্টাও ছাড়িয়ে গেছে কিংবা মেয়াদ শেষের স্টিকার বদলে তাঁরা ভুয়া তারিখ ব্যবহার করেছেন। ঘটনাটি টোকিও, ওসাকা, কিয়োটো, ফুকুওকাসহ সাতটি প্রিফেকচারের বিভিন্ন শাখায় ঘটেছে।

মিনিস্টপ হলো খুচরা বিক্রেতা জায়ান্ট ‘এইওএন কোং’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত চেইনটি জাপানের কনভেনিয়েন্স স্টোর সংস্কৃতির অংশ। ‘সেভেন-ইলেভেন’ বা ‘ফ্যামিলি মার্ট’-এর মতো বড় না হলেও মিনিস্টপ পরিচিত স্টোরের ভেতরেই রান্নাঘর সুবিধার জন্য। এর ফলে এ স্টোরে সদ্য রান্না করা অনিগিরি, বেন্তো ও নানান স্ন্যাকস পাওয়া যায়।

বর্তমানে মিনিস্টপের ১ হাজার ৮১৮টি আউটলেট রয়েছে এবং এটি জাপানের শীর্ষ পাঁচ কনভেনিয়েন্স স্টোর চেইনের মধ্যে একটি। ঘটনাটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। তদন্তে জানা গেছে, ওই স্টোরের কিছু কর্মী ইচ্ছাকৃতভাবে খাবারের মেয়াদ লুকানোর জন্য দেরিতে লেবেল দিয়েছেন। আবার কেউ কেউ পুরোপুরি মিথ্যা তারিখ ব্যবহার করে নতুন স্টিকার লাগিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনার কারণে কোনো স্বাস্থ্য সমস্যা বা অসুস্থতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মিনিস্টপ কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে কোম্পানি আরও জানায়, ‘আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সব গ্রাহকের কাছে, যাঁরা আমাদের হাতে তৈরি অনিগিরি, বেন্তো ও অন্যান্য খাবার কিনেছেন। তাঁদের যে অসুবিধা হয়েছে, এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

এর আগে ৯ আগস্ট থেকে এই স্টোরে অনিগিরি (ভাতের বল) ও বেন্তো (লাঞ্চ বক্স) বিক্রি বন্ধ করা হয়েছিল। তবে পরে অন্যান্য রান্না করা খাবারেও একই অনিয়ম ধরা পড়ায় সোমবার (১৮ আগস্ট) থেকে সব ইন-স্টোর রান্না করা খাবার বিক্রি বন্ধ করেছে মিনিস্টপ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.