The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

মেক্সিকোর সড়কে মিলল ৬টি কাটা মাথা

মেক্সিকোর সড়কে মিলল ৬টি কাটা মাথা

মেক্সিকোর মধ্যাঞ্চলে সড়কের পাশে ছয়টি মানুষের কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেশটির পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের সংযোগ সড়ক থেকে মাথাগুলো উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত দেহগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে একটি চাদর ফেলে রাখা হয়েছিল। সেখানে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের জন্য হুমকিমূলক বার্তা লেখা ছিল এবং ‘লা বার্রেদোরা’ নাম ব্যবহার করা হয়েছিল। এই নামটি গুয়েরেরো প্রদেশে একটি সক্রিয় অপরাধী দলের হলেও তারা এ হামলার সঙ্গে জড়িত কি না- তা নিশ্চিত নয় পুলিশ।

স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, নিহতরা সবাই পুরুষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ অঞ্চলে মাদকপাচারের পাশাপাশি জ্বালানি চুরির বড় নেটওয়ার্ক সক্রিয়, যা প্রতিবছর বিলিয়ন ডলার আয় করে।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত ফেডারেল সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, চলতি বছরের জুনে সিনালোয়া রাজ্যে ২০ জনের মরদেহ উদ্ধার হয়েছিল, যাদের মধ্যে চারজনের মাথা কাটা ছিল। এ ছাড়া মে মাসে গুয়ানাহুয়াতো প্রদেশে একটি উৎসব চলাকালে গুলি চালিয়ে সাত যুবককে হত্যা করা হয়।

২০০৬ সালে মেক্সিকো সরকার অপরাধী গ্যাং দমন অভিযান শুরু করলেও কয়েক লাখ মানুষ নিহত ও হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.