The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির শীর্ষে বাংলাদেশি কর্মীরা

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির শীর্ষে বাংলাদেশি কর্মীরা

মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী বৈধ ওয়ার্ক পারমিট (পিএলকেএস) নিয়ে কাজ করছেন, যা দেশটির মোট বিদেশি কর্মশক্তির ৩৭ শতাংশ। এতে বিদেশি শ্রমশক্তি সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম।

সোমবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে করা এক প্রশ্নের জবাবে লিখিতভাবে এ তথ্য জানিয়েছে। এর আগে মালয়েশিয়ার সংসদ সদস্য হাসান করিম জানতে চেয়েছিলেন—২০২২ ও ২০২৩ সালে কতজন বাংলাদেশি শ্রমিক আনা হয়েছে, তাদের মধ্যে কতজন বৈধ, কতজন অবৈধ এবং কতজনকে ফেরত পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য স্টার’র প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারিতে সীমান্ত বন্ধের পর ২০২২ সালে খুলে দেওয়া হয়। এরপরই ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন। ২০২৩ সালে প্রবাসী কর্মী নিয়োগ সহজ করতে হাতে নেওয়া হয় ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন পরিকল্পনা। এর মাধ্যমে দেশটিতে গেছেন আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি কর্মী।

অন্যদিকে, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন অস্থায়ী ওয়ার্ক পারমিটধারীকে তাদের নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছেন।

অবৈধভাবে অবস্থানকারীদের বিষয়ে জানানো হয়, এ পর্যন্ত ৭৯০ জন বাংলাদেশিকে ভিসার মেয়াদোত্তীর্ণের কারণে আটক করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.