The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বুধবার, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২৭ আগস্ট ২০২৫

যুক্তরাজ্যে যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত ভারতীয়রা

যুক্তরাজ্যে যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত ভারতীয়রা

যুক্তরাজ্যে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরে ভারতীয়দের বিরুদ্ধে যৌন অপরাধে দেওয়া রায়ের সংখ্যা ২৮ থেকে বেড়ে ১০০-এ দাঁড়িয়েছে। অর্থাৎ চার বছরে এই অপরাধে দণ্ডপ্রাপ্তির হার বেড়েছে ২৫৭ শতাংশ। একই সময়ে নাইজেরিয়ার নাগরিকদের ক্ষেত্রে ১৬৬ শতাংশ এবং ইরাকের নাগরিকদের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

সার্বিক গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। ২০২১ সালে গুরুতর অপরাধে দণ্ডিত ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল ২৭৩। ২০২৪ সালে এটি বেড়ে ৫৮৮-এ পৌঁছেছে, যা ১১৫ শতাংশ বৃদ্ধি। আলজেরীয় ও মিশরীয় নাগরিকদের ক্ষেত্রে আরও বেশি বৃদ্ধি লক্ষ করা গেছে।

অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রেও ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য। ২০২৪ সালে ২৯৩ জন ভারতীয় ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ২০২৫ সালের প্রথমার্ধে প্রবেশ করেছেন ২০৬ জন। তবে অবৈধ প্রবেশের সবচেয়ে বেশি প্রবণতা দেখা গেছে আফগানিস্তান, ইরান ও সিরিয়ার নাগরিকদের মধ্যে।

২০২৫ সালের জুন পর্যন্ত বন্দরগুলোতে ১৫ শতাংশ অবৈধ আগমনকারীই ভারতীয় নাগরিক। আশ্রয় আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৪৭৪ জন ভারতীয়; এর মধ্যে প্রায় চার হাজার বৈধ ভিসাধারী। ৪০০ জন ছোট নৌকা ব্যবহার করে প্রবেশ করেছেন। বাকি অন্যান্য মাধ্যমে যুক্ত হয়েছেন।

তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে বৈধ অভিবাসনেও শীর্ষে রয়েছেন ভারতীয় নাগরিকরা। তারা সর্বাধিক সংখ্যক কাজ ও পর্যটন ভিসা পেয়েছেন। শিক্ষার্থী ভিসাপ্রাপ্তদের মধ্যে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.