The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

মাস্কের স্টারশিপের সফল উড্ডয়ন, কবে মঙ্গলগ্রহে যাচ্ছে মানুষ

মাস্কের স্টারশিপের সফল উড্ডয়ন, কবে মঙ্গলগ্রহে যাচ্ছে মানুষ

কয়েকবার ব্যর্থতার পর অবশেষে সফলভাবে রকেট স্টারশিপের দশম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। এই অভিযানে প্রথমবারের মতো রকেট থেকে পরীক্ষামূলকভাবে মহাকাশে স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। এই সফল উৎক্ষেপণ প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মঙ্গলগ্রহে মানবজাতিকে নিয়ে যাওয়ার স্বপ্ন এবং নাসার চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের স্টারবেস ঘাঁটি থেকে ৪০৩ ফুট (১২৩ মিটার) উঁচু স্টারশিপ আকাশে ওড়ে যায়। এ যাত্রায় মূল লক্ষ্য ছিল রকেটের নতুন তাপ ঢালের (হিট শিল্ড টাইলস) স্থায়িত্ব পরীক্ষা, উপগ্রহ স্থাপনের প্রযুক্তি পরীক্ষাসহ আগের পরীক্ষাগুলোর পর রকেটে যে শতাধিক উন্নয়ন করা হয়েছে, সেগুলো পরীক্ষা করা।

মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পর রকেটের প্রথম ধাপ সুপার হেভি বুস্টার পরিকল্পনা অনুযায়ী আলাদা হয়ে যায়। এরপর সাধারণভাবে সেটির যেভাবে ফেরত আসার কথা ছিল, সেটি সেভাবেই স্টারবেস টাওয়ারে অবতরণ করে। তবে এবার পরীক্ষার অংশ হিসেবে সেটিকে মেক্সিকো উপসাগরে নামানো হয়।

আর স্টারশিপের ওপরের অংশ মহাকাশে উঠে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হয়। বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় সৃষ্ট তীব্র তাপ সহ্য করে রকেটের সমুদ্রে নামা ছিল এবারের মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। অতীতের পরীক্ষামূলক উড্ডয়নে এই ধাপে বারবার ব্যর্থ হতে হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.