The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

জন্মদিনের অনুষ্ঠান পরিণত ভয়াবহতায়, ভবনধসে প্রাণ গেল ১৭ জনের

জন্মদিনের অনুষ্ঠান পরিণত ভয়াবহতায়, ভবনধসে প্রাণ গেল ১৭ জনের

মঙ্গলবার রাতে একটি ভবনের চার তলার বাসায় চলছিল ১ বছরের শিশুর জন্মদিনের অনুষ্ঠান। কিন্তু সেই আনন্দঘন রাত যেন পরিণত হলো ভয়াবহতায়। সেই ভবনটি ধসে পড়ায় মৃত্যু হয় ১৭ জনের, যার মধ্যে ছিল সেই ছোট্ট শিশুটিও।

ভারতের মহারাষ্ট্র রাজ্যে মঙ্গলবার দিবাগত রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নয় জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াএনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রামাবাই নামের একটি অ্যাপার্টমেন্টের পেছনের একটি অংশ পাশের চালের ওপর ভেঙে পড়ে। এরপর থেকেই টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ভাসাই বিরার পৌরসভার উদ্ধারকারী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের প্রতি শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

এদিকে ভবনটির নির্মাতা ৫০ বছর বয়সি নিলে সানেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মহারাষ্ট্র আঞ্চলিক নগর পরিকল্পনা আইনের বিভিন্ন ধারা অনুযায়ী অননুমোদিত উন্নয়নের অভিযোগসহ ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ১০৫ ধারায় ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’-এর অভিযোগ আনা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.