The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সাত বছর পর চীন সফরে নরেন্দ্র মোদি

সাত বছর পর চীন সফরে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন। শনিবার (৩০ আগস্ট) দেশটির তিয়ানজিন বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে তিনি জাপানে দুই দিনের সফর শেষ করে সেখান থেকে চীনে যান।

মোদি এবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনটি অনুষ্ঠিত হবে তিয়ানজিনে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন।

ভারতের প্রধানমন্ত্রী সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। এমন সময় তিনি আলোচনায় বসছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। সাম্প্রতিক সময়ে তারা সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত ইস্যু আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। গত মাসে দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তখন সিদ্ধান্ত হয় সীমান্ত দ্বন্দ্ব নিয়ে সক্রিয়ভাবে কাজ করা হবে।

জাপান সফরে মোদি বলেন, চীন ও ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়ার শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

গত বছর রাশিয়ার কাজানে মোদি সর্বশেষ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। এবারের বৈঠকে সীমান্ত ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.