The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

রবিবার, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ৩১ আগস্ট ২০২৫

মেক্সিকোতে নিখোঁজ ১ লাখ ৩০ হাজার মানুষ, দেশজুড়ে প্রতিবাদ

মেক্সিকোতে নিখোঁজ ১ লাখ ৩০ হাজার মানুষ, দেশজুড়ে প্রতিবাদ

নিখোঁজ নাগরিকদের সন্ধানে মেক্সিকোজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজন, মানবাধিকারকর্মী ও নাগরিকরা রাজধানী মেক্সিকো সিটিসহ গুয়াদালাজারা, কর্ডোবা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন । এ সময় প্রিয়জনদের খুঁজে পেতে সহায়তা করার জন্য বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মেক্সিকোতে ১,৩০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ। বিশ্লেষকরা বলছেন, এই সমস্যা মূলত ২০০৭ সাল থেকে তৈরি হয়েছে। যখন তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশাল মাত্রার একটি মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক নিখোঁজকে জোরপূর্বক মাদক চক্রে নিয়োগ করা হয়েছে অথবা তাদের হত্যা করা হয়েছে। যদিও সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলোকে প্রধান দায়ী হিসেবে চিহ্নিত করা হয়, তবে দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের ওয়াক্সাকা থেকে শুরু করে উত্তরের সোনোরা ও ডুরাঙ্গো পর্যন্ত প্রতিটি অঞ্চলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মিছিলকারীরা প্রিয়জনদের ছবি ও নামসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। নিখোঁজদের খুঁজে পেতে অনেক পরিবার নিজেরাই ‘বাসকাদোরস’ নামে পরিচিত অনুসন্ধান দল গঠন করেছেন।

অনেক সময় মাদক চক্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরা উত্তর মেক্সিকোর গ্রাম ও মরুভূমিতে অনুসন্ধান চালান। তবে এতে তাদের জীবনও হুমকির মুখে পড়ে। সম্প্রতি জালিস্কো রাজ্যে এক বাসকাদোর দল একটি মাদক খামারের সন্ধান পাওয়ার পর দলের বেশ কয়েকজন সদস্য নিখোঁজ হন।

মেক্সিকোতে নিখোঁজের সংখ্যা বর্তমানে লাতিন আমেরিকার অন্যান্য ঐতিহাসিক নিখোঁজ ঘটনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।উদাহরণস্বরূপ, গুয়াতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪০,০০০ এবং আর্জেন্টিনার সামরিক শাসনামলে (১৯৭৬-১৯৮৩) প্রায় ৩০,০০০ মানুষ নিখোঁজ হয়েছিল।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.