The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

‘মা, ওষুধ কাজ করছে না, ফেরত দিই’—আইসিইউ থেকে শিশুর চিঠি

‘মা, ওষুধ কাজ করছে না, ফেরত দিই’—আইসিইউ থেকে শিশুর চিঠি

মাত্র ১৩ বছর বয়সেই আটটি মারণব্যাধিতে আক্রান্ত লিউ ফুইউ। বর্তমানে আইসিইউতে শয্যাশায়ী শিশুটি। বাঁচার আশায় হাসপাতাল ছেড়ে বাড়িতে যেতে চায় সে। আর সেই অনুরোধ জানিয়ে মাকে লিখেছে এক আবেগঘন চিঠি। চিঠিতে মাকে চিকিৎসা বন্ধ করার অনুরোধ জানিয়ে লিখেছে, ‘মা, চলো ওষুধগুলো ফেরত দিই। এগুলো কাজ করছে না। আমি যদি বাড়ি ফিরে যাই, তাহলে সেরে উঠব।’ সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমন ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের হেনান প্রদেশের বাসিন্দা লিউ সম্প্রতি পঞ্চমবারের মতো কিডনি অকেজো হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে অত্যন্ত দুর্বল এবং ওজন মাত্র ১৫ কেজিতে নেমে গেছে।

ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালের চিকিৎসক হুয়ো ইউফেং স্থানীয় গণমাধ্যম হেনান টিভিকে বলেন, লিউ একাধিক মারণব্যাধিতে আক্রান্ত এবং বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে।

শিশুটির মা লি জানান, একদিন ছেলে তাকে একটি চিঠি দিয়েছিল। সেখানে লিখেছিল, সে মাকে খুব মিস করছে। এই চিঠি পাওয়ার পরই লি দ্রুত হাসপাতালে ছুটে যান। যেহেতু আইসিইউতে দেখা করার সময় সীমিত, তাই মা-ছেলের মধ্যে চিঠির মাধ্যমেই যোগাযোগ হয়।

এক চিঠিতে ছেলে লিখেছে—‘মা, চলো ওষুধগুলো ফেরত দিই। এগুলো কাজ করছে না। আমি যদি বাড়ি ফিরে যাই, তাহলে সেরে উঠব।’ জবাবে মা লেখেন, ‘যাই হোক না কেন, আমি তোমাকে বাঁচাব।’

চিকিৎসকেরা জানিয়েছেন, ওষুধ বন্ধ করে দিলে তা ছেলের জন্য প্রাণঘাতী হবে, কারণ বর্তমানে জীবন রক্ষার জন্য এগুলো অত্যন্ত জরুরি। তবুও ছেলেটি মাকে চিকিৎসা বন্ধ করার অনুরোধ জানায়।

এই ঘটনাটি সামাজিকমাধ্যমে এক আবেগঘন প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক ব্যবহারকারী ছেলেটির সাহস ও ধৈর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শিশুটি অসহায় হয়ে আছে। আশা করি সে দ্রুত সুস্থ হবে।’ অন্য একজন মন্তব্য করেন, ‘যদি চিকিৎসা বন্ধ করা হয়, তবে হয়তো তার কষ্ট কিছুটা কমবে। তবে একজন মায়ের জন্য সন্তানের মৃত্যু মেনে নেওয়া কতটা কষ্টকর, তা আমি বুঝতে পারি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.