The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শি, পুতিন ও মোদি হাসছেন, কিন্তু কার দিকে?

শি, পুতিন ও মোদি হাসছেন, কিন্তু কার দিকে?

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন

চীন, ভারত ও রাশিয়া—তিনটি শক্তিশালী দেশ, যারা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ধরনের বৈরিতা ও দ্বন্দ্বে জড়িত। সোমবার (১ সেপ্টেম্বর) উত্তর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিলেন দেশগুলোর শীর্ষ নেতারা। সভার সময় আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ঐক্যের প্রতিচ্ছবি দেখিয়েছেন তারা।

সাত বছর পর চীনে প্রথম সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—হাত ধরে কাছাকাছি টেনে আনার দৃশ্য তৈরি করেছেন। এই ছবি নিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন করেছে, ‘শি, পুতিন ও মোদি হাসছেন, কিন্তু কার দিকে?’

প্রতিবেদনে বলা হয়, তিন নেতা একত্রিত হওয়ার সময় এক অনুবাদক পুতিনের কথার অনুবাদ শুরু করেন, ‘আমরা তিন বন্ধু …’ দিয়ে, কিন্তু শীর্ষ সম্মেলনের প্রেস সেন্টারের সম্প্রচার সংকেত বাকি অনুবাদকে পুরোপুরি ঢেকে দেয়।

মোদির সময়কালে কয়েকবার হাসি ফুটে ওঠে এবং তিনি দু’বার পুতিনের হাত ধরেন। এর আগে মোদি ও পুতিন লাল কার্পেটে একে অপরকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন, এরপর হাত ধরে এগিয়ে যান হাস্যোজ্জ্বল জিনপিং-এর দিকে, যিনি তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.