The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় মঙ্গলবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ১১ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণটি ঘটে একটি পার্কিং এলাকায়, যেখানে এক জাতীয়তাবাদী নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষ হওয়ার পর মানুষ বের হচ্ছিল।

সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত জানান, সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত নেতার ছেলে ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির সভাপতি আখতার মেঙ্গল। তবে তিনি এবং অন্য গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারীরা অক্ষত রয়েছেন।

পুলিশ কর্মকর্তা আতাহার রশিদ প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে জানান, এটি সম্ভবত আত্মঘাতী বোমা হামলা। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা আবারও প্রমাণ করল যে, বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি এখনো নাজুক। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থি সহিংসতা অব্যাহত রয়েছে, যা স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের জন্য স্থায়ী হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.