The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৬০

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৬০

নাইজেরিয়ায় শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। তারা দেশটির উত্তর মধ্য নাইজার প্রদেশের ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিল। সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) জানায়, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে এবং কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করা এই দুর্ঘটনার আরেকটি কারণ।

বোরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা বলেন, হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। সংস্থার মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা জানান, উদ্ধার অভিযান এখনো চলমান এবং নিখোঁজদের সন্ধানে কাজ চলছে। এ ছাড়া, নদী থেকে ৩১টি মরদেহ এবং ১০ জনকে আশংকাজনকভাবে উদ্ধার করা হয়েছে। নৌকাটিও উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.