The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

তালেবানের গুলিতে ২ পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত

তালেবানের গুলিতে ২ পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত

পাকিস্তানের একটি দুর্গম সীমান্ত অঞ্চলে তালেবানের গুলিতে দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বুধবার রাতে সেনারা অভিযানে গেলে দ্য পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের সঙ্গে রাতভর গোলাগুলি হয়। এতে দুই সীমান্তরক্ষী নিহত এবং আরও পাঁচজন আহত হন।

তিনি আরও জানান, এলাকায় টহল দিচ্ছে তালেবান। এছাড়া দেয়ালচিত্রের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এ ধরনের খবর জানার পরই অভিযান চালানো হয়।

গত দুই মাসে ওই অঞ্চলে তালেবান সদস্যদের উপস্থিতি বেড়েছে বলে ধারণা স্থানীয় কর্মকর্তাদের। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি সীমান্ত জেলায় এখন প্রায় ৪০০ জঙ্গি সক্রিয় রয়েছে।

এ সপ্তাহে বিভিন্ন ভবনে টিটিপির নাম সম্বলিত গ্রাফিতি দেখা গেছে, যা স্থানীয়দের ভয় দেখানো ও জঙ্গিদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কর্মকর্তা বলেন, ‘গত ১০ দিনে নয়জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।’

ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, প্রায় এক দশকের মধ্যে গত বছর পাকিস্তানের জন্য ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের প্রায় অর্ধেকই ছিলেন সেনা ও পুলিশ সদস্য।

আফগানিস্তানের প্রতি পাকিস্তান সরকারের অভিযোগ, তারা নিজেদের ভূখণ্ড থেকে পাকিস্তানবিরোধী জঙ্গিদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫০ জন নিহত হয়েছেন—এর অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। এসব হামলা সংঘটিত হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ বেলুচিস্তান প্রদেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.