The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমে প্রায় অর্ধেকে নামলো।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছেন। এতে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো মোটরশিল্পের জায়ান্টদের জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।এছাড়া দীর্ঘ আলোচনার পর হওয়া এ চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতেও রাজি হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে— এর মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।

এ চুক্তির অংশ হিসেবে টোকিও ৫৫০ বিলিয়ন ডলার মার্কিন প্রকল্পে বিনিয়োগ করতে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। এর মধ্যে গাড়ি ও চালও অন্তর্ভুক্ত থাকবে।

মূলত জাপানের অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানিনির্ভর। দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই হচ্ছে গাড়ি। ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, গত আগস্টে বিভিন্ন দেশের ওপর তা কার্যকর হয়। যা বিশ্বজুড়ে সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা তৈরি করে। ফলে বাজারে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে অনেকে।

গত মাসে টয়োটা সতর্ক করে জানিয়েছিল, শুধু মার্কিন শুল্কের প্রভাবেই তাদের এ বছর প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.