The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে

শিবসেনা এমপির সতর্কতা

শিবসেনার এমপি সঞ্জয় রউত নরেন্দ্র মোদির সরকারের ব্যাপক দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডকে উল্লেখ করে সতর্ক করেছেন যে, দেশের রাজনৈতিক পরিবেশ নেপালের মতো অস্থিরতার দিকে যেতে পারে। তিনি বিশেষভাবে দেশের রাজনীতিবিদদের এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক দশক ধরে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি, সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় (৯ সেপ্টেম্বর) নেপালে অভ্যুত্থান ঘটিয়েছে জেন-জি বিক্ষোভকারীরা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ অন্যান্য প্রভাবশালীরা।

সঞ্জয় রউতের মতে দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে ‘আগুনের সূত্রপাত’ হয়েছে সেটি ভারতেও হতে পারে। তবে ভারতে এখনো এমন কিছু হচ্ছে না, কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ‘শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের’ কারণে বেঁচে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শিবসেনার এ নেতা বলেন, ‘নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে… ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন বলেই। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে। মোদিজি, আপনি গান্ধীকে যতই গালাগালি করুন না কেন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে।’

নরেন্দ্র মোদির সরকার দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে সঞ্জয় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, এর মানে কী? এর মানে হলো দেশে এখনো গরিব মানুষ এখনো আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে। কারও ছেলে দুবাইয়ে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে।’

মোদি সরকারের পররাষ্ট্রনীতি পুরোপুরি ব্যর্থ দাবি করে এ  রাজনীতিবিদ বলেন, ‘নেপাল একসময় আমাদের বন্ধু ছিল, নেপাল ভারতকে বড় ভাই মনে করত। নেপালের যখন সংকট ছিল, তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটি আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.