The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ৯

ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ৯

ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলায় গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় মসালে হোসাল্লি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আইজিপি বোরালিঙ্গাইয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে মসালে হোসাল্লিতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে একটি ট্রাক ঢুকে পড়ে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং চালকও আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন স্থানীয় গ্রামবাসী এবং ৩ জন প্রকৌশল শিক্ষার্থী।

পুলিশ জানায়, চার লেনের এনএইচ-৩৭৩ মহাসড়কের এক পাশে গ্রামবাসী শোভাযাত্রা করছিল। অন্য লেনে যান চলাচল ঘুরিয়ে দিয়ে রাস্তা বন্ধ রেখেছিল পুলিশ। এ সময় হোলেনারাসিপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। হঠাৎ ট্রাকটি রাত সাড়ে ৮টার দিকে ভিড়ের ওপর উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তখনই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের হাসান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসসহ জেলার অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ‘নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি ঘোষণা দেন, নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। আরও বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক। চলুন আমরা সবাই এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াই।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.