The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

তিন দিনে ইতালিতে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

তিন দিনে ইতালিতে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় আবারও অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে। শুধুমাত্র তিন দিনের ব্যবধানে অন্তত ৫০০ জন অভিবাসনপ্রত্যাশী দশটি নৌকায় করে দ্বীপটিতে এসে পৌঁছেছেন। এই সময়ের মধ্যে দু’জনের মরদেহও উদ্ধার করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে জীবন বাঁচাতে ইউরোপে পাড়ি জমানো এসব মানুষের যাত্রাপথ যেন প্রতিদিনই আরও ভয়ংকর হয়ে উঠছে।

সোমবার থেকে বুধবারের মধ্যে লাম্পেদুসার উপকূলে একাধিক নৌকা এসে পৌঁছায়। ইতালির নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার রাতে আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়, এদের মধ্যে ছিলেন মিসরীয়, ইরিত্রীয়, ইথিওপীয়, গাম্বিয়ান এবং আলজেরিয়ান নাগরিক। একই নৌকা থেকে দু’জনের মরদেহও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা হাইড্রোকার্বন জনিত বিষক্রিয়ায় মারা গেছেন।

অভিবাসীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ দুটি কালা পিসানা সিমেট্রির মর্গে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে ময়নাতদন্ত করা হবে।

গত মঙ্গলবার রাতে আরও অন্তত পাঁচটি নৌকা লাম্পেদুসায় পৌঁছায়। এসব নৌকায় ছিলেন আফগানিস্তান, বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সুদানের নাগরিক। একাধিক নৌকায় পাওয়া গেছে একজন শিশু ও একজন সন্তানসম্ভবা নারী।

এদের অধিকাংশই যাত্রা শুরু করেছিলেন লিবিয়ার আবু কামাশ ও হোমস এলাকা থেকে। এছাড়াও তিউনিশিয়ার এল ওলগা থেকে আসা একটি পাঁচ মিটার দীর্ঘ নৌকায় থাকা ১৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকেই যাত্রার জন্য ১,২০০ ইউরো করে পরিশোধ করেছেন। এদের মধ্যেও দু’জন হাইড্রোকার্বন বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং তাদের চিকিৎসা দেওয়া হয় লাম্পেদুসার একটি ক্লিনিকে।

পরদিন বুধবার, প্রতিকূল সমুদ্র পরিস্থিতির মধ্যেও উদ্ধার করা হয় আরও ৭৪ জন অভিবাসনপ্রত্যাশীকে। এর মধ্যে একটি রাবার নৌকায় ছিলেন ২২ জন ইরিত্রীয়ান, আরেকটিতে ছিলেন ৫২ জন অভিবাসনপ্রত্যাশী, যারা মিসর, সুদান, বাংলাদেশ এবং সিরিয়ার নাগরিক।

এর আগের সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার ও রোববারে, আরও ৮৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ১৫টি নৌকায় করে লাম্পেদুসায় পৌঁছান। সবমিলিয়ে দ্বীপটির একমাত্র অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে বর্তমানে ১,৪০০ জনের বেশি অভিবাসী অবস্থান করছেন- যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে সিসিলিতে অভিবাসীদের স্থানান্তর প্রক্রিয়া চলছে ধীর গতিতে। মঙ্গলবার সন্ধ্যায় মাত্র ৩০০ জনকে পোর্তো এমপেডোকলে স্থানান্তর করা সম্ভব হয়েছে। ফলে এখনও লাম্পেদুসার হটস্পটে ১,৪২০ জন অভিবাসী অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.