নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের আনন্দযাত্রার একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জামফারা রাজ্যের ফাস গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পরিবহন ইউনিয়নের কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবুবকর মুহাম্মদ জানান, শনিবার সন্ধ্যায় আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর চালক বাসটি থামিয়েছিলেন। ওই সময় বাসটি পেছনে গড়িয়ে নদীতে পড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, বাসটি কনের শোভাযাত্রার অংশ ছিল এবং তাকে স্বামীর বাড়িতে পৌঁছে দিতে পাশের কেবি রাজ্যের জেগা শহরের উদ্দেশে যাচ্ছিল।
নাইজেরিয়ার জরাজীর্ণ সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির ফেডারেল সড়ক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরে ৯ হাজার ৫৭০টি দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







