The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গোপনে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে ভারত: সিএনএন

গোপনে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে ভারত: সিএনএন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ভারত গোপনে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে নয়াদিল্লি কর্তৃপক্ষ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের তীরবর্তী সমুদ্রে ফেলে দিয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর চালানো জাতিগত নিধনের কারণে এরা দেশ ছাড়ে। অধিকাংশ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেও প্রায় ২০ হাজার ভারত গিয়ে অবস্থান নেয়। তবে এখন ভারতের গোপন পদক্ষেপে তাদের মধ্যে কয়েকজনকে ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে নয়াদিল্লিতে নতুন পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক তথ্য নেওয়ার কথা বলে ৪০ জনকে ডেকে নিয়ে আটকা রাখা হয়। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখা হয়।

পরদিন ৭ মে, গোপনে তাদের উড়োজাহাজে করে আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ারে পাঠানো হয়। ৯ মে সেখানে একদল সশস্ত্র ব্যক্তি তাদের চোখ বেঁধে জাহাজে সমুদ্রে নিয়ে যায় এবং দুটি ছোট নৌকায় মিয়ানমারের উপকূলে ফেলে দেয়।

প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তারা সাঁতরে মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নেন। স্থানীয়রা ও মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকারের এক সদস্য সিএনএনকে জানিয়েছেন, বর্তমানে তারা সেখানে অবস্থান করছেন। কিছু মাস পর স্থানীয়দের সাহায্যে রোহিঙ্গারা ফোন ও অডিও বার্তা পাঠিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এখন আর কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না।

সিএনএন আন্তর্জাতিক বিমান ও নৌ চলাচলের তথ্য বিশ্লেষণ করে এই তথ্যের সত্যতা যাচাই করেছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ৪০ জনকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদক নয়াদিল্লি কর্তৃপক্ষ, ভারতের মিয়ানমারে দূতাবাস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করেননি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.