The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘পিছে তো দেখো’খ্যাত তারকা আহমদ শাহ’র ছোট ভাই মারা গেছে

‘পিছে তো দেখো’খ্যাত তারকা আহমদ শাহ’র ছোট ভাই মারা গেছে

পাকিস্তানের ‘পিছে তো দেখো’খ্যাত জনপ্রিয় ক্ষুদে তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছে। আহমদ শাহ’র অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার এ খবর নিশ্চিত করা হয়েছে।

ছোট ভাইয়ের ছবি দিয়ে আহমদ শাহ’র ফেসবুক পোস্টে বলা হয়, ‘আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারকা উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছে। সবাইকে অনুরোধ করছি তাকে এবং আমাদের পরিবারকে প্রার্থনায় স্মরণ রাখুন।’

এই খবর পাকিস্তানসহ বিভিন্ন দেশের ভক্তদেরও স্তম্ভিত করেছে। অসংখ্য মানুষ শোকবার্তা ও প্রার্থনা জানাচ্ছেন শোকাহত পরিবারটির প্রতি।

আহমদ শাহের খ্যাতির সূচনা হয়েছিল ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে, যেখানে তিনি বলেছিলেন, ‘পিছে তো দেখো’। তার সেই উক্তি টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং বহু কনটেন্ট ক্রিয়েটর সেই উক্তিকে নিজেদের কাজে ব্যবহার করেন।

গোলগাল চেহারা ও প্রাণবন্ত স্বভাবের জন্য ভক্তরা আহমদ শাহকে ভালোবেসে ‘গোলু মোলু’ ডাকেন। বিগত কয়েক বছরে আহমদ শাহ ও তার ছোট ভাই উমর একসঙ্গে নানা ভিডিওতে হাজির হয়ে দর্শকদের মন জয় করেছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.