The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ক্যানসারে আক্রান্ত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ক্যানসারে আক্রান্ত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর শরীরে ক্যানসার ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার ত্বকের ক্ষত অপসারণের পর পরীক্ষায় দেখা যায়, বলসোনারোর ত্বকে স্কোয়ামাস সেল কার্সিনোমা রয়েছে—এটি ত্বকের মধ্য ও বাইরের স্তরের কোষে শুরু হয়। বুধবার চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বলসোনারোর চিকিৎসক ক্লদিও বায়রোলোনি বলেন, ‘দুটি ক্ষত অপসারণের পর পরীক্ষায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়েছে। এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই, আবার এটি যে অনেক বেশি আক্রমণাত্মক তাও নয়। তবুও এটি কিন্তু ত্বকের ক্যান্সার।’

এ খবরটি এলো প্রায় এক সপ্তাহেরও কম সময় পর, যখন বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগে বলা হয়েছিল, বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনাও সেই ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। ৭০ বছর বয়সি বলসোনারোকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে তিনি গৃহবন্দি আছেন এবং আপিলের প্রস্তুতি নিচ্ছেন।

চিকিৎসকেরা বলেছেন, বলসোনারোর ক্যানসার ‘ইন সিটু’ পর্যায়ে রয়েছে, অর্থাৎ এটি এখনো ছড়ায়নি। এ বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ ও সময়ে সময়ে পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছেন তারা।

মঙ্গলবার বমি, মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়ার কারণে বলসোনারোকে আবার ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.