The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

‘মস্তিষ্কখেকো অ্যামিবা’য় ১৯ জনের মৃত্যু, জেনে নিন কীভাবে ছড়ায়

‘মস্তিষ্কখেকো অ্যামিবা’য় ১৯ জনের মৃত্যু, জেনে নিন কীভাবে ছড়ায়

ভারতের কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসে (পিএএম) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভিনা জর্জ জানান, এ বছর ৬৯ জনের মধ্যে রোগটি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।

কেরালার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এটি বিরল এবং প্রাণঘাতী সংক্রমণ, যা সাধারণত নেগলারিয়া ফাউলারি নামের ক্ষুদ্র অ্যামিবা দ্বারা ঘটে, যা মস্তিষ্কখেকো অ্যামিবা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এটি উষ্ণ, স্থির স্বাদুপানিতে থাকে এবং নাকে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে টিস্যু ধ্বংস করে দেয়।

এর লক্ষণগুলো ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসের মতো, যেমন মাথাব্যথা, জ্বর, বমি ইত্যাদি। তাই প্রাথমিকভাবে শনাক্ত করা কঠিন হয়। প্রায়ই রোগ নির্ণয়ের আগেই মারাত্মকভাবে মস্তিষ্ক ফুলে যায়, ফলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, রোগটি সাধারণত শিশু, কিশোর বা তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়। উষ্ণ আবহাওয়ায় এবং গরমে এ রোগের ঝুঁকি বেশি। এর সংক্রমণ সাধারণত দূষিত পানির সংস্পর্শে এলে হয়।

রোগটির তীব্রতা দ্রুত বৃদ্ধি পায় জানিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এই রোগটি প্রতিরোধে উষ্ণ এবং স্থির পানিতে সাঁতার বা ডুব দেওয়ার সময় সতর্কতা অবলম্বন জরুরি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.