The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। 

এই ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও পড়তে পারে।

এই ভূমিকম্প এমন একটি অঞ্চলে আঘাত হেনেছে যেখানে রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির কাছেই রয়েছে প্রশান্ত মহাসাগরীয় সাবমেরিন ফ্লিটের গুরুত্বপূর্ণ ঘাঁটি ভিলিউচিনস্ক সাবমেরিন ঘাঁটি। 

এছাড়াও, ইয়েলিজোভো বিমান ঘাঁটি এবং শারোমি নৌবিমান ঘাঁটিও এই শহরের কাছেই অবস্থিত। ভূমিকম্পের ফলে এসব সামরিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা সেখানকার সাবমেরিন এবং বিমানগুলো সময়মতো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।

ভূমিকম্পের পরেই রুশ কর্তৃপক্ষ এবং হাওয়াইয়ে অবস্থিত মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। 

জাপানসহ অন্যান্য দেশকেও সম্ভাব্য সুনামির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর প্রভাব প্রশান্ত মহাসাগরজুড়ে ছড়িয়ে পড়বে এবং হাওয়াইয়ের বাসিন্দাদেরও প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, সব জরুরি পরিষেবা দলকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। শহরটির জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৮১ হাজার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.