The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান

জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান

অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বর্তমান অবস্থান। জেন-জিদের বিক্ষোভের পর তিনি রাষ্ট্রীয় ভবন থেকে পালিয়ে যান। এরপর থেকে খবর ছড়িয়েছিল, তিনি সেনাবাহিনীর ব্যারাকে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি এখন ব্যক্তিগত এক বাড়িতে অবস্থান করছেন।

গত ৯ সেপ্টেম্বর টানা গণআন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন অলি। নিরাপত্তাজনিত কারণে তিনি সেনাবাহিনীর সহায়তা চান এবং তখন ধারণা করা হয়, তাকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি ব্যারাকে রাখা হয়েছে। সেনা হেফাজতে প্রায় ৯ দিন থাকার পর আজ শুক্রবার তিনি ব্যক্তিগত বাড়িতে গেছেন বলে জানা গেছে।

তবে সেনাবাহিনী তার অবস্থান বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নেপালি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভক্তপুরের একটি ব্যক্তিগত বাড়িতে উঠেছেন অলি। এর আগে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোটে তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অলির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড), শের বাহাদুর দিউবা, ঝালনাথ খানাল এবং মাধবকুমার নেপালসহ বেশ কয়েকজন রাজনীতিকও সেনা হেফাজতে ছিলেন। তাদের অধিকাংশই এখন ব্যারাক ছাড়লেও শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবা এখনও সেনা হেফাজতে রয়েছেন।

সম্প্রতি আন্দোলনকারীরা দিউবা দম্পতির বাসায় হামলা চালিয়ে তাদের মারধর করে এবং আটকে রাখে। পরে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টার পাঠিয়ে তাদের উদ্ধার করে।

সূত্র: পিটিআই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.