The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মণিপুরে ‘সন্ত্রাসী হামলা’য় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত

মণিপুরে ‘সন্ত্রাসী হামলা’য় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত

ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে একদল অজ্ঞাত বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার পথে আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে এ হামলা চালানো হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মণিপুর সফরের সময় যে সড়ক ব্যবহার করেছিলেন, হামলাটি সেখানেই সংঘটিত হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল ও চুরাচাঁদপুরের মাঝামাঝি নাম্বোল সবাল লেইকাই এলাকায় এ অ্যামবুশের ঘটনা ঘটে। অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সঙ্গে সঙ্গে গোলাগুলি শুরু হলে দুই জওয়ান নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে।

মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লা এ ঘটনাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রম’ হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.