The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রস্তাব বাতিল

জাতিসংঘে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রস্তাব বাতিল

পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। ফলে ইরানের বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দেবে। ইরান অবশ্য এটিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ সিদ্ধান্ত বলে দাবি করেছে।

ভোটাভুটির পর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদের এ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। এটি অপ্রয়োজনীয় ও অবৈধ।

তিনি আরও অভিযোগ করেন, ইউরোপের প্রভাবশালী তিন দেশ নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে। যা কেবল ভিত্তিহীনই নয়, বরং আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত।

কে কোন পক্ষে ভোট দিল

নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্য দেশের মধ্যে চারটি দেশ-রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া-প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া-এই নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এ ছাড়া গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোটদানে বিরত থাকে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.