The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের কাছে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে প্রায় ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন চাইছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত বিক্রির মধ্যে রয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার চুক্তিতে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার এবং প্রায় ১৯০ কোটি ডলার চুক্তিতে ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল।

পত্রিকাটি জানিয়েছে, অস্ত্রগুলো ইসরায়েলের হাতে পৌঁছাতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

নথিপত্র অনুযায়ী, এই অস্ত্রের মূল্য পরিশোধ করা হবে যুক্তরাষ্ট্রের প্রদত্ত বিদেশি সামরিক সহায়তা তহবিল থেকে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটি এবং সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের চার শীর্ষ নেতার অনুমোদন চাইছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত অস্ত্র বিক্রির নথি প্রায় এক মাস আগে কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো হয়েছিল। এরও আগে, ৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরও প্রশাসন বিক্রির অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.