The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ডার্ক ওয়েবে ৩ লাখ হজযাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

ডার্ক ওয়েবে ৩ লাখ হজযাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

হজের জন্য আবেদনকারী প্রায় তিন লাখ ব্যক্তির ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। জানিয়েছেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হাফিজ উর রহমান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিনেট স্ট্যান্ডিং কমিটি অন আইটির বৈঠকে এ তথ্য জানান তিনি। বলেন, ফাঁসের উৎস শনাক্তে একটি ব্যাপক তদন্ত প্রয়োজন। এর আগে ২০২২ সালে পিটিএ অভ্যন্তরীণ তদন্ত চালায়, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

সিনেটর আফনান উল্লাহ খান কমিটিকে জানান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আলাদাভাবে তথ্য চুরি করে তা একত্রিত করে বিক্রি করা হয়। বৈঠকে কমিটির চেয়ারপারসন ব্যাংক প্রতারণার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, সংবেদনশীল তথ্য ফাঁসের ফলে নাগরিকরা ঝুঁকিতে পড়ছে।

পিটিএ চেয়ারম্যান জানান, গত দুই বছরে টেলিকম ডেটা ফাঁস হয়নি। তবে জাতীয় পর্যায়ে তথ্য সুরক্ষার জন্য আইন প্রণয়নের তাগিদ দেন তিনি। কমিটি এ বিষয়ে বিলম্বে উদ্বেগ প্রকাশ করে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, একটি খসড়া বিল প্রস্তুত করা হয়েছে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে।

অধিবেশনে ইউফোন ও টেলিনরের একীভূতকরণ প্রসঙ্গও ওঠে। প্রতিযোগিতা কমিশন অব পাকিস্তান (সিসিপি) জানিয়েছে, প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এবং দুই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে বিলম্বের কারণে এটি ইতিমধ্যে ১৮ মাস পিছিয়েছে।

পিটিএ চেয়ারম্যান বলেন, একীভূতকরণ সম্পন্ন না হলে ৫জি সেবার স্পেকট্রাম নিলাম সম্ভব নয়। যদিও সিনেটর কামরান মুর্তজা প্রশ্ন তোলেন, এতদিন বিলম্বের পর এত স্বল্প সময়ে একীভূতকরণ শেষ করা কতটা বাস্তবসম্মত।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরেই ৫জি নিলাম অনুষ্ঠিত হবে। পিটিএ চেয়ারম্যান বলেন, নিলামের জন্য তারা প্রস্তুত, তবে কিছু অমীমাংসিত সমস্যা এখনও সমাধান হয়নি।

সূত্র: দ্য নিউজ, জিও নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

ডার্ক ওয়েবে ৩ লাখ হজযাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস | The Daily Adin