The Daily Adin Logo
রাজধানী
বিশেষ প্রতিনিধি

সোমবার, ২৩ জুন ২০২৫

আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫

রাজউক উত্তরা মডেল কলেজের সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন রাজউক

রাজউক উত্তরা মডেল কলেজের সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন রাজউক

শিক্ষা, সহপাঠ কার্যক্রম ও নৈতিক উৎকর্ষতার জন্য রাজউক উত্তরা মডেল কলেজের কৃতী শিক্ষার্থীদের ‘বেস্ট অব দ্য বেস্ট’ (সেরাদের সেরা) পুরস্কার তুলে দিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। রোববার (২২ জুন) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, ‘শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাজীবী হওয়াই শিক্ষার মূল লক্ষ্য নয়। বরং ভালো মানুষ হয়ে উঠতে পারাই শিক্ষার প্রকৃত সফলতা। এখানে শুধু পাঠ্যভিত্তিক পড়াশোনা নয়, সহপাঠ্য (কো-কারিকুলার) ও অতিরিক্ত (এক্সট্রা-কারিকুলার) কার্যক্রমেও সেরাদের সেরা পুরস্কার দেওয়া হচ্ছে। এটি শিক্ষার্থীদের আরও ভালো করতে উৎসাহিত করবে।’

তিনি আরও বলেন, ‘যে কাজই করবেন, সর্বোত্তমভাবে করার চেষ্টা করুন। ভালো মানুষ এবং দেশপ্রেমিক হয়ে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার থেকে সম্মিলিতভাবে ভালো পরিবেশ সৃষ্টি করতে পারলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারবো।’

এ সময় পূর্বাচল নতুন শহরে কলেজের একটি শাখা খোলার সম্ভাবনার কথাও জানান তিনি। পাশাপাশি বলেন, ‘কলেজের খেলার মাঠ সম্প্রসারণ, বিজিবি মার্কেট অপসারণ এবং উত্তরা তৃতীয় পর্বে কলেজের জন্য প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দের বিষয়গুলো বিবেচনা করা হবে।’

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম বলেন, ‘রাজউক চেয়ারম্যানের উপস্থিতি আমাদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।’

এর আগে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যাতে ছিল গান, দলীয় নৃত্য ও নাট্য উপস্থাপনা।

সাংস্কৃতিক পরিবেশনার শেষে রাজউক চেয়ারম্যান বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতী শিক্ষার্থীদের হাতে ‘বেস্ট অব দ্য বেস্ট’ পুরস্কার তুলে দেন। এছাড়াও জাতীয় পর্যায়ে বিভিন্ন অর্জনের জন্য শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ শেষে রাজউক চেয়ারম্যান কলেজের খেলার মাঠসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কলেজের সামনে অবৈধভাবে দখল করা জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.