The Daily Adin Logo
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

পানির সাথে রক্ত: ট্যাংক থেকে মিললো মরদেহ

পানির সাথে রক্ত: ট্যাংক থেকে মিললো মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় পানির ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শহরের একটি বাড়ির ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধ যুক্ত পানি বের হয়। পরে বিষয়টি দেখতে পানির ট্যাংক খুলে ভেতরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে শহরের কলেজপাড়ার একটি বাড়িতে ওই ঘটনাটি ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহেতের পরনে সাদা গেঞ্জি ও পায়জামা রয়েছে।

কলেজপাড়ার বাসিন্দা মো. মামুন মিয়া জানান, ‘আমাদের মামির বাসার লাইনে পানির সঙ্গে দুর্গন্ধযুক্ত রক্ত আসতে দেখে বাসার মালিক বিষয়টি দেখার জন্য এলাকার কিছু ছেলেদের খবর দেন। পরে ছেলেরা পানির ট্যাংক খুলে মরদেহ দেখতে পান। খবর পেয়ে আমরাসহ স্থানীয় অনেক লোকজন ঘটনাস্থলে যায়। আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার সুষ্ঠ তদনন্তের সঙ্গে জড়িতদের বিচার চাই।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বিকেলে স্থানীয়রা ট্যাপ দিয়ে পানির সাথে রক্ত বের হতে দেখেন। কারণ দেখতে তারা পানির ট্যাংকের ঢাকনা খুলে ভিতরে অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে পানির ট্যাংক কেটে ভিতর থেকে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.