The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

জাটকা শিকারের দায়ে ১১ জেলে আটক

জাটকা শিকারের দায়ে ১১ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলেকে আটক করা হয়ছে। এর মধ্যে ৮ জেলেকে ৩ হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ১১ জেলেকে আটক করা হয়।

রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে ৮ জনকে জরিমানা ও ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

আটক জেলেরা হলেন-মো. আল-আমিন (৩৫),  জাকির (৩০), খোকন (৫৩), নুরুন্নবী (৩২), জয়নাল চৌকিদার (৪০), কামাল হোসেন (৩৫), ইব্রাহীম সরদার (২২) ও কুদ্দুস আলী পেদা (২২)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন-ইমরান সরদার (১৬), ইয়াছিন ব্যাপারী (১৫) ও মো. কালু মিয়া (১৩)।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আরো বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে অভিযান। গত ২ মার্চ টাস্কফোর্সের অভিযানে ৬ জেলে আটক হয়।

তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ মার্চ আটক হয় ২ জেলে। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ও সাজিদ হক ২ হাজার ৫০০ টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.