The Daily Adin Logo
সারাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি

শনিবার, ০৮ মার্চ ২০২৫

আপডেট: শনিবার, ০৮ মার্চ ২০২৫

খাজনা আদায়ের রসিদে এখনো মুজিববর্ষ!

খাজনা আদায়ের রসিদে এখনো মুজিববর্ষ!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল হাটের রওনার রসিদ বইয়ে মুজিব শতবর্ষে শেখ মুজিবুর রহমানের প্রতীকী ছবি ব্যবহার করে খাজনা আদায় করা হচ্ছে।

এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার মো. শামীম আল মামুন।

বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি হাটের ইজারা পায়। সে সময় শেখ হাসিনা সরকারের নির্দেশ মতে হাটের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকী ছবি ব্যবহার করে রসিদ বই তৈরি করে। সেই রসিদের মাধ্যমে এখনো খাজনা আদায় করছেন হাট কমিটি।

স্থানীয়রা জানান-ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও এখনো নিকরাইল হাটের রওনার রসিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকী ছবি মনোগ্রাম রয়েছে। বিষয়টি দুঃখজনক।

ইজারাদার শামীম আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতীকী ছবি মনোগ্রাম সবকিছুতেই ব্যবহার করা হয়।

সে মতে, হাটের রসিদ বইয়ে বঙ্গবন্ধুর প্রতীকী ছবি দিয়ে রসিদ বই করা হয়েছিল। হাটের ইজারার মেয়াদ আছেই কয়েক সপ্তাহ। তাই পূর্বের রসিদ বইয়ে খাজনা আদায় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.