The Daily Adin Logo
সারাদেশ
সিলেট ব্যুরো

সোমবার, ১০ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ১০ মার্চ ২০২৫

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে ইত্তেহাদুল কুররা বাংলাদেশের শাখা কেন্দ্রে পড়তে আসা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম শফিকুর রহমান (৪২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বানীগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

গতকাল রোববার রাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ছাতক উপজেলার বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী। গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারও ৮ মার্চ শনিবার ২য় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরদিন বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীর ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ইত্তেহাদুর কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্রে যোগাযোগ হলে তারা জানান, আমরা এখনো বিষয়টি অবগত নই। শাখা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় ইত্তেহাদুল কুররা বাংলাদেশ ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। সিলেট নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রধান কেন্দ্র থেকে এই বোর্ড পরিচালিত হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.