The Daily Adin Logo
সারাদেশ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নারীসহ মানবপাচার মামলার ২ আসামি গ্রেপ্তার

নারীসহ মানবপাচার মামলার ২ আসামি গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করছেন পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। 

ভুক্তভোগী লাকী আক্তার জানান,আমার ছেলে সজীব মাতুব্বর (১৮) কে ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়।

এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের।আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই। 

এঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা করেন।মামলার পরে আত্মগোপনে চলে যান আসামীরা।

সেই মামলার এজাহার ভুক্ত দু‍‍`জন পলাতক আসামিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পাগলা এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে নিয়ে আসেন। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালির পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবককের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে তার শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার দমন আইনে মামলা হলে সুজন সরদার ও রিক্তা আক্তারকে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ থেকে তাদের দু‍‍`জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.