The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২২ মার্চ ২০২৫

আপডেট: শনিবার, ২২ মার্চ ২০২৫

খুলনায় সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

খুলনায় সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

খুলনায় আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। ৮-১০টি মোটরসাইকেলে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর সোয়া ১১টার দিকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.