The Daily Adin Logo
সারাদেশ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

যৌথ অভিযানে মাদকসহ ১০ ব্যক্তিকে আটক, থানায় মামলা

যৌথ অভিযানে মাদকসহ ১০ ব্যক্তিকে আটক, থানায় মামলা

জয়পুরহাটের আক্কেলপুরে যৌথ অভিযানে মাদক বিক্রি ও সেবন করার অপরাধে সাত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা ও তিন জনকে নিয়মিত মামলায় আসামি করে আক্কেলপুর থানায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার সময় পৌর এলাকার রেল কলোনি বস্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন-পৌর সভার হাস্তাবসন্তপুর গ্রামের মানিক (৩৫), মজিদ (৩৫), গোল্ডেন (৪৮), ফেরদৌস মোল্লা (৩৫), সোনামুখী সরকারপাড়া এলাকার সাহাদুল (৪৬), পুরাতন বাজার এলাকার আব্দুস সাত্তার (৫৪), রেল কলোনি বস্তির রাব্বি হোসেন (২৬), নাজমা বেগম (৩৫), বীথি (৩৬) এবং আকলিমা (৪৫)।

জানা গেছে, রেল কলোনি বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী যৌথ অভিযানে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বস্তির বিভিন্ন খুপরি ঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য, মাদক গ্রহণের সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে।

আটক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ জনকে পঞ্চাশ টাকা করে জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে অপর দিকে নাজমা বেগম এর কাছে ১৪০ গ্রাম গাঁজা, আকলিমা এর কাছে ৫০০ গ্রাম গাঁজা এবং বীথি এর কাছে ৫৭ পিস পেন্টাডল ও নগদ ১৪ হাজার ৫ শত ৩০ টাকা পাওয়া যায়। পরে তাদের আটক করে আক্কেলপুর থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রি করে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনীসহ মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে তাদের হাতানাতে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। সাত জনকে নগদ অর্থদন্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.