The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের, বাঁচলেন বাবা

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের, বাঁচলেন বাবা

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর লিটন মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

নিহত ওই যুবক উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলী ও তার ছেলে লিটন মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবার ভোররাতে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যান।

সকাল সাড়ে ১১টায় ছেলে লিটন মিয়া নৌকার সামনের অংশে দাঁড়িয়ে জাল টানার সময় পানিতে পড়ে যান। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে তিনি আর উপরে ভেসে না উঠলে সুন্দর আলী আশপাশের জেলে নৌকাকে ডাকতে শুরু করেন।

পরে অন্য জেলেরা সেখানে এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করেন।

রমনা মডেল ইউনিয়নের সদস্য রোকনুজ্জামান স্বপন বলেন, প্রতিদিনের মতো আজকে সকালেও লিটন মিয়া ও তার বাবা মাছ ধরতে যায়। এ সময় জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে লিটন নিখোঁজ হয়। পরে সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি করে দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে। বর্তমানে তার লাশ বাড়িতে আনা হয়েছে।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ন চন্দ্র বলেন, ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম।

চিলমারী নৌ-পুলিশ থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে একজন যুবক জালের সঙ্গে প্যাচ লেগে পড়ে নিখোঁজ হয়। পরে অন্যান্য জেলে ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.