The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

রবিবার, ০১ জুন ২০২৫

আপডেট: রবিবার, ০১ জুন ২০২৫

সিরাজগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে হাসান ইমাম রাসেল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ জুন) বিকেলে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

হাসান ইমাম রাসেল (২৮) সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড বিএনপির সহসভাপতি পশ্চিম দত্তবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, ৩ মাস আগে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বেওয়াপাড়া গ্রামের ওই তরণীর সঙ্গে হাসান ইমামের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

‘এ অবস্থায় শুক্রবার বিকেলে হাসান ইমামের কথামতো ওই তরুণী শহরের বাজার স্টেশনে আসেন। সেখান থেকে হাসান ইমাম তাকে হরিনা বাগবাটি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের এক বাড়িতে নিয়ে যান। সেখানে হাসান ও সোহাগ নামে দুই যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। আশপাশের লোকজন টের পেলে ওই তরুণীকে রেখে যুবকরা পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় ওই তরুণী থানায় এসে অভিযুক্ত দুই যুবক এবং সহযোগিতার অভিযোগে ওই বাড়ির দুজন মিলে মোট ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর রোববার ভোরে নিজ বাড়ি থেকে মামলার প্রধান আসামি হাসান ইমামকে গ্রেপ্তার করা হয়।’

সদর থানায় পরিদর্শক আহসানুজ্জামান আরও বলেন, গ্রেপ্তার হাসান ইমামকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.