The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৮ জুন ২০২৫

আপডেট: রবিবার, ০৮ জুন ২০২৫

‘সদর-সুবর্ণচরের বাইরের কাউকে এলাকার এমপি হিসেবে দেখতে চাই না’

‘সদর-সুবর্ণচরের বাইরের কাউকে এলাকার এমপি হিসেবে দেখতে চাই না’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেছেন, সদর-সুবর্ণচরের বাইরের কাউকে আমরা আর এমপি হিসেবে দেখতে চাই না।

শনিবার (৭ জুন) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, গত সাড়ে ১৫ বছর সুবর্ণচরে জোর করে শাসন করা হয়েছে। যাদের বাড়ি সদর-সুবর্ণচরে নয়, তারাই এখানকার রাজনীতি ও প্রশাসন নিয়ন্ত্রণ করেছে।

তারা গাড়িতে করে আসতো আর আমাদের হেডম দেখাইতো। উনাদের ছেলেকে হেডম দেখাইয়া চেয়ারম্যান বানাইসে। ৫ আগস্ট না আসলে উনার স্ত্রীকেও এমপি বানাইতো। এই ধরনের রাজনীতি আমরা চাই না।

তিনি আরও বলেন, আমি চাই, সদর-সুবর্ণচরের সন্তানরাই আগামীতে এমপি হোক। সেটা আমি হতে পারি, শাহজাহান ভাই হতে পারেন, বা অন্য দলের কেউ-কিন্তু সদর-সুবর্ণচরের বাইরের কাউকে আমরা আর দেখতে চাই না।

নাছির অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে বলে এসেছে-এটা হবে, ওটা হবে-কিন্তু কিছুই হয়নি। কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট জরাজীর্ণ। উন্নয়নের নামে তারা এই এলাকার টাকা লুট করেছে।

তিনি বলেন, হাতিয়ার মতো উপজেলায় পৌরসভা আছে, কিন্তু সুবর্ণচরে নেই। অথচ সুবর্ণচরকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। আশা করি ভবিষ্যতেও তিনি সুবর্ণচরের উন্নয়নে ভূমিকা রাখবেন।

নাছির আরও বলেন, আমাদের সুবর্ণচরে সুপেয় পানির প্রবল সংকট আছে। আগামী দিনে তা আরও প্রকট হবে। তখন খাবার জন্য পানিও পাওয়া যাবে না। কিছুদিন আগে চীন সরকারের আমন্ত্রণে আমি ১২ দিন চীনে ছিলাম। তারা কৃষিতে কী রকম বিপ্লব করেছে তা আমাদের দেখিয়েছে।

তারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছে, তোমার এলাকায় যদি কৃষিতে বিপ্লব করতে চাও তাহলে আমাদের প্রযুক্তি কাজে লাগাও। আমি দেখেছি, চীনে ধান একবার রোপন করলে ছয় বছর ধান পাওয়া যায় এবং এক বছরে সেখান থেকে তিনবার ধান হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.