The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ০৭ জুন ২০২৫

আপডেট: শনিবার, ০৭ জুন ২০২৫

‘হানাহানির রাজনীতি ফিরে আসুক কখনই চাই না’

‘হানাহানির রাজনীতি ফিরে আসুক কখনই চাই না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমার গ্রামের মানুষ দল-মত নির্বিশেষে খুবই শান্তিপ্রিয় এবং আমার আপনজন।’

তিনি বলেন, ‘হানাহানির রাজনীতি দেশে ফিরে আসুক আমরা কখনোই তা চাই না।’

শনিবার (৭ জুন) নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘৫ আগস্টের পূর্বে আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তি এ দেশের মানুষকে পাড়ায় মহল্লায় শোষণ করেছে। আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। পরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।’

এরপর হান্নান মাসউদ তার গ্রামের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.