The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ১১ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১১ জুন ২০২৫

মধ্যরাতে নিখোঁজ, গাছতলায় মিলল শিশুর মরদেহ

মধ্যরাতে নিখোঁজ, গাছতলায় মিলল শিশুর মরদেহ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে পাঁচ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ জুন) সকাল ৮টার দিকে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছতলায় ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত শিশুর নাম ফারিহা বেগম (৫)। তিনি সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।

পরিবার ও এলাকাবাসীর দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও মুখে কামড়ের দাগ ছিল বলে জানান তার বাবা।

শিশুটির বাবা মুজিবুর রহমান বলেন, ‘সোমবার রাত ২টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে আমার মা ঘুম থেকে ডেকে তুলে বলেন ঘরের লাইট নিভে গেছে কেন। তখন দেখি ঘরের দরজা খোলা এবং ফারিহা ঘরে নেই। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে পাইনি।’

তিনি আরও জানান, ‘সকাল ৮টার দিকে এক শ্রমিক জানায়, স্কুলের পাশের গাছতলায় একটি শিশুর মরদেহ পড়ে আছে। গিয়ে দেখি ওটা আমার মেয়ের মরদেহ। তার মুখে কামড়ের চিহ্ন ছিল। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামিম কবির জানান, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.